ত্রিপুরার পর্যটন ক্ষেত্রকে নতুন দিগন্তের সূচনা করে চলছে মন্ত্রী সুশান্ত চৌধুরী


newsagartala24.com Images

আগরতলা, Dec 09, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


সোমবার মেলাঘর এর ঐতিহ্যবাহী নীলমহলে পর্যটন দপ্তরের উদ্যোগে প্রমো ফেস্ট ২০২৪ শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক কিশোর বর্মন, বিধায়ক তোফাজ্জল হোসেন, বিধায়ক বিন্দু দেবনাথ সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী বলেন এই সরকার বরাবরের মতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্যের পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য। আর তাই পর্যটন কেন্দ্রগুলোকে আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে বিভিন্ন সংস্কার মূলক কাজ অনবরত চলছে। একই সাথে যুক্ত করা হচ্ছে হোম স্টে এর মত ব্যবস্থাপনা। একই সাথে তিনি বলেন এই পর্যটন এর শ্রীবৃদ্ধি ঘটলে এবং পর্যটকদের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তাতে প্রকৃতপক্ষে লাভবান হবে রাজ্যের জনসাধারণ। কারণ এর মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। অন্যদিকে মন্ত্রী আরো বলেন পর্যটন শুধুমাত্র কর্মসংস্থান নয় জাতি জনজাতি প্রত্যেকের মধ্যে মেলবন্ধন তৈরিতে ও উপযোগী ব্যবস্থাপনা গ্রহণ করবে। সামগ্রিকভাবেই পর্যটন যেন রাজ্যে আরও এগিয়ে যেতে পারে সেদিকে নজর রেখেই চলছে সরকারের কর্মকাণ্ড। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।